দণ্ডপ্রাপ্তকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর বিধান নেই
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে এমন বিধান নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বেসরকারি বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান মাহবুবে আলম।
দণ্ডপ্রাপ্ত আসামিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে কোনো আইন রয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বক্তব্য হলো, আইনে এমন কোনো বিধান নেই যে প্রাইভেট হাসপাতালে তাঁর (খালেদা জিয়ার) চিকিৎসা করাতে হবে।’
বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাঁর আইনজীবীদের করা রিট প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে রিট ছিল সেটা আদালত আমাদের ছুটির (আদালতের অবকাশ শেষে) পরে ১ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ইতিমধ্যে খালেদা জিয়ার সর্বাত্মক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচজন চিকিৎসক দেখে এসেছেন, তাঁরা টেস্ট করিয়েছেন। তবে তিনি বিশেষ কাউকে দিয়ে রক্ত পরীক্ষা করাতে চাইলেও সে বিষয়ে আইজি প্রিজন রাজি আছেন বলে আমাদের জানিয়েছেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কিন্তু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রাইভেট জায়গায় চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। যেখানকার ডাক্তাররা (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সেখানে শিক্ষা নিয়ে দেশের সমগ্র হাসপাতালে যান, প্রাইভেট হাসপাতালে বসেন, এখানেই সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে। অথচ তাঁরা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছেন। ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। তাঁর চিকিৎসার বিষয়ে সরকার চেষ্টা করছে। এখন উনি (খালেদা জিয়া) ইচ্ছা পোষণ করলেই বিএসএমএমইউতে চিকিৎসা নিতে পারবেন।’
মাহবুবে আলম আরো বলেন, ‘জেলা শহরে একটি রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে সরকার বিকল্প ব্যবস্থা নিতে পারে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএসএমএমইউতে সব ধরনের চিকিৎসার সুবিধা আছে।’
এদিকে আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে হাইকোর্টের দেওয়া ডিভিশন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তা স্থগিত চেয়ে করা আবেদন বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘ইতিমধ্যে তাঁকে ডিভিশন দিয়ে দিয়েছে। কিন্তু আপিলে আমরা যাচ্ছি অন্য প্রশ্নে, এভাবে হাইকোর্ট আদেশ দিতে পারে কি না। কেননা, এতে একটি পথ উন্মুক্ত হয়ে যাবে। সবাই এভাবে রিট করে ডিভিশন নিয়ে নিবে।’