নির্বাচনী সফরে শুক্রবার চট্টগ্রাম যাচ্ছেন ইসি সচিব
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আগামী শুক্রবার থেকে চট্টগ্রাম জেলায় তিনদিনের নির্বাচনী সফরে যাচ্ছেন।
ইসি সচিবের একান্ত সচিব মোহাম্মদ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, ইসি সচিব ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ভ্রমণ করবেন। ২৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সচিব চট্টগ্রাম পৌঁছাবেন। ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র, ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকাসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া শনিবার বিকেলে ইসি সচিব আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন করবেন। ৩০ সেপ্টেম্বর সরকারি সফর শেষে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।
সম্প্রতি ইসির নির্বাচনী সফর সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন ‘সিইসি স্যার দিনাজপুর ও বগুড়ায় নির্বাচনী সফরে চলে গেছেন। আমরাও আগামীতে যাব বিভিন্ন এলাকায়। যেতেই তো হবে। সামনে তো আর নির্বাচনের বেশি দিন বাকি নেই। নির্বাচনকে সুষ্ঠু করতে চাইলে বিভিন্ন এলাকায় নির্বাচনী সফরে যেতেই হবে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। তবে চার কমিশনার কখন এবং কবে নির্বাচনী সফরে যাবেন, তা এখনো ঠিক হয়নি। এটা নিয়ে কমিশনে আলাপ হবে। পরে সিদ্ধান্ত হবে কে কোথায় যাবেন।’
এই বিষয়ে জানতে চাইলে আরেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘সিইসি স্যার নির্বাচনী সফরে গেছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই সফরে গেছেন। আর অন্য কমিশনাররা কবে নাগাদ নির্বাচনী সফরে যাবেন সেটি এখনো ঠিক হয়নি। সফরে যেতেই পারেন কমিশনাররা। তবে সফরে যাওয়ার আগে অবশ্যই কমিশন সভায় আলোচনা হবে।’
এসব বিষয়ে কথা হয় ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমিও চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী সফরে যাব। পর্যায়ক্রমে নির্বাচন কমিশনার মহোদয়রাও নির্বাচনী সফরে যাবেন। এ ছাড়া ইতিমধ্যে আমি ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন থানা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।’
এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনী সফর শুরু করেছেন। নির্বাচনী সফরের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তাসহ জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিইসি। বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। আজ বুধবার সিইসি দিনাজপুর থেকে বগুড়ায় পৌঁছেন। দিনাজপুরের মতো একইভাবে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি। শুক্রবার ঢাকায় ফিরবেন তিনি।