মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ২০১৪-১৫ বর্ষের মেডিকেল পরীক্ষার্থীদের ব্যানারে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে মেধাহীনরা সহজেই চিকিৎসা বিদ্যা পড়ার সুযোগ পেয়ে যাবে। এতে মেধাহীন চিকিৎসক তৈরি হবে। তাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।
সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত মেধাবীদের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ভর্তীচ্ছু শিক্ষার্থীরা।