চট্টগ্রামে পাহাড়ধসে মা-মেয়ে নিহত
চট্টগ্রামের বায়েজিদ থানার মাঝিরঘোনা এলাকায় পাহাড়ধসে মা ও মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
urgentPhoto
নিহত দুজন হলেন পারভীন আক্তার (৩০) ও তাঁর মেয়ে মুন্নি বেগম (৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে পারভীন আক্তার মেয়ে মুন্নিকে নিয়ে রান্নার কাজ করছিলেন। এ সময় পেছনে থাকা পাহাড়ের একটি অংশ রান্নাঘরের ওপর ভেঙে পড়ে। এতে মাটিচাপা পড়ে মা ও মেয়ে দুজনই নিহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন চাপাপড়া মাটির নিচ থেকে মা ও মেয়েকে উদ্ধার করেন।
এ বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মানস বড়ুয়া এনটিভি অনলাইনকে জানান, পাহাড়ের নিচে একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করেছিলেন বাসের কর্মচারী আবুল খায়ের। সকালে সে ঘরটির ওপর পাহাড়ধস হয়।