মান্নান দম্পত্তির অভিযোগ গঠনের শুনানি পেছাল
দুর্নীতির মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তাঁর স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের অধিকতর শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে অভিযোগ গঠনের অধিকতর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শুনানির জন্য সময়ের আবেদন করায় বিচারক মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
অপরদিকে মান্নানের স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।
পরবর্তী সময়ে তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।