সাংবাদিক প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদারের জামিন বহাল রেখেছেন ফরিদপুরের ১ নম্বর আমলি আদালত। একই সঙ্গে আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
আজ মঙ্গলবার আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম এ আদেশ দিয়ে আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
গত ১৬ আগস্ট ফরিদপুর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) স্বপন পাল সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই রাতেই তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ফরিদপুরের আনা হয়। ১৭ আগস্ট তাঁকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। ১৮ আগস্ট আদালত প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ১৯ আগস্ট আদালত প্রবীর সিকদারকে জামিন দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।