নির্বাচন হবে কি না, প্রবল আশঙ্কায় আছি : এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আর কয়েক মাস পরই নির্বাচন। এ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে আমি প্রবল আশঙ্কায় আছি। আমরা যেকোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন সাব্কে এই রাষ্ট্রপতি।
জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ১৮ দফা কর্মসূচি ঘোষণা করে এইচ এম এরশাদ বলেন, আমার শেষ কথা, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতি সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই। সড়ক নিরাপত্তা চাই। ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও প্রাদেশিক পদ্ধতি আনবেন বলেও জানান এরশাদ।
জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘জনগণ জাতীয় পার্টিকে সুযোগ দিতে চায়। সে সুযোগ কাজে লাগাতে হবে।’ দল ও জোটের নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের চেয়ে ব্যক্তির যোগ্যতাকে মূল্যায়ন করা হবে।’ জোটের অংশীদারদের প্রার্থী তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
সমাবেশে এরশাদ আরো বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এখন থেকেই যাত্রা শুরু হোক। আমরা ৩০০ আসনে মনোনয়ন দেব। নির্বাচন যারা করতে চাও, এগিয়ে আস। এ মাসের মধ্যেই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হবে। তৃণমূলের সমর্থনে মনোনয়ন দেওয়া হবে।’
মহাসমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
এ সময় রওশন এরশাদ বলেন, ‘আমরা জাতীয় পার্টি সবসময় নির্বাচন করেছি। আজও আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই, আমরা যারা সংসদে আছি সবার সমন্বয়ে নির্বাচনকালীর সরকার গঠন করতে হবে।’