প্রধানমন্ত্রীর সঙ্গে ড. কামালের আলোচনা ফলপ্রসূ হবে না : এরশাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ বুধবার সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠি পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
এ দিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল সংলাপের আমন্ত্রণপত্র বারিধারায় এরশাদের বাড়িতে নিয়ে যান। তাঁরা চিঠিটি এরশাদের কাছে হস্তান্তর করেন।
আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে সংলাপের জন্য জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরশাদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আলোচনা সফল হবে না। কারণ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ জোটের সাত দফা দাবি মেনে নেবে না।’
জাতীয় পার্টিকে দেশের গুরুত্বপূর্ণ দল হিসেবে বর্ণনা করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে।’
এর আগে আজ দুপুরে আসন্ন নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে শেখ হাসিনাকে চিঠি পাঠান এরশাদ। সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে চিঠিতে সই করেন এরশাদ।