সংলাপ হবে ইতিবাচক, সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী : তোফায়েল
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে তাঁদের সব দাবি-দাওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হবে। তবে সিদ্ধান্ত হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহায়তা করবে। বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এ নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তার সবগুলোই অবাধ ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কোনো প্রশ্ন উঠবে না।’
সংলাপ ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সবারই লক্ষ্য হচ্ছে অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। সামনের নির্বাচনে সব দলই অংশ নেবে। এ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে।’
বিএনপি নেতাদের নামে যেভাবে গায়েবি মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে, তাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কি না? এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির কোনো নেতার নামেই সাজানো মামলা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হচ্ছে। আদালত সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন আদালত সাজা দিচ্ছেন।’
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক সংলাপ আজ থেকে শুরু হচ্ছে। প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপে অংশ নিতে যাচ্ছেন বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের মোর্চা আলোচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।