রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, ৪ নভেম্বর তফসিলের সিদ্ধান্ত
আগামী ৪ নভেম্বর কমিশন সভায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।
সিইসি কে এম নুরুল হুদা বলেন, ৪ তারিখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না। যে দিন জাতির উদ্দেশে ভাষণ দেব সেই দিন আমি ভোটের তারিখ ঘোষণা করব।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, এটা জরুরি সাক্ষাৎ নয়। একটা জাতীয় পর্যায়ে নির্বাচন হবে তার জন্য নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। যে আমরা কি করলাম, প্রস্তুতি কি করলাম এবং ভোটার তালিকার কাজ শেষ হয়েছে কি না। এখানে সিদ্ধান্ত দেওয়া বা নেওয়ার বিষয় নয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কে এম নুরুল হুদা। ছবি : এনটিভি
এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, আমরা আশা রাখছি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে সব দল যদি আমাদের ওপর আস্থা না রাখে আমাদের কিছু করার নেই।
নুরুল হুদা আরো বলেন, সংলাপ চলার সময়ে তফসিল ঘোষণা করা হবে কি না সেটাও এখন বলা যাচ্ছে না। তবে সংলাপের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল সোয়া ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।