‘সুস্থ না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে চিকিৎসার মধ্যে রাখুন’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, ‘সুস্থ না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে চিকিৎসার মধ্যে রাখুন।’
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন অভিযোগ করেন পূর্ব থেকে কোনো নোটিশ না দিয়ে খালেদা জিয়ার ইচ্ছের বিরুদ্ধে তাঁকে হাসপাতাল থেকে আবার কারাগারে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যে সময় সংলাপ অব্যাহত আছে সেসময় বেগম জিয়াকে কারাগারে নেওয়ার মানে হচ্ছে সরকার চায় না শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন হোক।’
তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকৎসা নেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদীন। তিনি বলেন ‘খালেদা জিয়াকে যদি আবার জোর করে জেলখানায় নিয়ে যাওয়া হয় তাহলে আর কী আলোচনা হবে কী নির্বাচন হবে কী ভৌতিক মামলা থেকে মানুষ রেহাই পাবে এটা আমাদের কাছে বোধগম্য নয়। তাই আজ আপনাদের মাধ্যমে আজ আবার আমি সরকারকে অনুরোধ করব দয়া করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আবার হাসপাতালে প্রেরণ করুন। তাঁর সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে চিকিৎসার মধ্যে রাখুন।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবীদের নিয়ে সমাবেশ করার কথাও জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।