ঐক্যফ্রন্টের শরিক হয়ে নির্বাচন করবে কাদের সিদ্দিকীর দল
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।
আজ রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে একটি চিঠি পাঠিয়েছে দলটি।
কৃষক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক লীগ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে। দলীয় প্রতীক গামছা অথবা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করা হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’
গত ৯ নভেম্বর, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, নির্বাচনে কোনো দল জোটবদ্ধ হয়ে অংশ নিতে চাইলে, তিনদিনের মধ্যে জানাতে হবে। সেই অনুযায়ী আগামীকালই এই সময়সীমা শেষ হবে। এরই পরিপ্রেক্ষিতে আজ বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, জাসদ নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে।
গত ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর সোমবার। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর বৃহস্পতিবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর বৃহস্পতিবার। ২৩ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।