জোটে নির্বাচন করলে জানানোর সময় বৃদ্ধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনকে জানানোর সময় আরো তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর ফলে আগে যারা কোনো জোটে নাম লিখাতে পারেননি তারা সুযোগ পাবেন। আবার যারা আগেই জানিয়েছেন, তারাও জোটে দলের সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার কবিতা খানম এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
কবিতা খানম বলেন, ‘পুনরায় তফসিল ঘোষণা করায় জোটগতভাবে নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য আরো তিনদিন সময় বাড়ানো হয়েছে। এতে করে যেসব রাজনৈতিক দল আগের নির্ধারিত সময় অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করবে কি করবে না সেটা জানায়নি, তারা আবারো সুযোগ পেল। আর যারা জানিয়েছিল, তারাও পুনরায় সুযোগ পেল। তারা চাইলে জোটগতভাবে নির্বাচনী দলের সংখ্যা বাড়াতে পারে, চাইলে কমাতেও পারে।’
কবিতা খানম আরো বলেন, ‘এই সময় শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। জমা দিতে পারবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।’
এর আগে গত ৯ নভেম্বর তিনদিনের সময়সীমা দিয়ে জোটগতভাবে নির্বাচনের তথ্য জানাতে বলেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। নতুন ঘোষণা অনুযায়ী জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে আগ্রহীরা সময় পেলেন আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
এদিকে, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
এই পুনর্ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৮ নভেম্বরের মধ্যে। ওই মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
পরে ইসি সচিব হেলালুদ্দিন আহমদের স্বাক্ষরে নতুন তফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়।