‘নির্বাচন নিয়ে ভারত কিছু বলতে চায় না’
ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, ‘নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয়। এ ব্যাপারে ভারত কিছু বলতে চায় না।’
আজ সোমবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এক ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে বের হয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।’ এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয়। এ ব্যাপারে ভারত কিছু বলতে চায় না।’
ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ সোমবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। ছবি : স্টার মেইল
ভারতীয় হাইকমিশনার বলেন, বিকল্পধারার নেতৃবৃন্দের সাথে কথা বলে তিনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরেছেন।
এদিকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ ছাড়া অন্য কিছু ছিল না।’