যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিলার ঢাকায়
যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকায় পৌঁছেছেন। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের জনসংযোগবিষয়ক শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূত মিলার খুব শিগগিরই রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয় পেশ করবেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
আর্ল মিলার বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে আফ্রিকার বতসোয়ানা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন (২০১৪-২০১৮)।
যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি ওয়াশিংটন, সানফ্রান্সিসকো, মায়ামি ও বোস্টনে কাজ করেছেন এবং এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতে যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের সিনেট গত ১১ অক্টোবর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারের নিয়োগ নিশ্চিত করে।