সিলেটে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে তাঁরা মেডিকেল কলেজের ফটকে অবস্থান দিয়ে স্লোগান দেন।
ফটকে পৌঁছাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। তবে বাধা উপেক্ষা করেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
এদিকে, সকাল থেকেই শুরু হয়েছে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফটকে অবস্থান নিলেও কলেজের ভেতরে ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। মুহূর্তেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে ফল প্রকাশ করা হয়। এর পর থেকে পরীক্ষা বাতিল ও পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থী বিপ্লব জানান, মেডিকেল কলেজের পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। তাঁদের আজকের কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেন বিপ্লব।