ভারত থেকে আর গরু আনবে না সরকার
ভারত থেকে আর গরু আনবে না বাংলাদেশ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, এবারের কোরবানির মতো আগামী বছরগুলোতেও নিজস্ব গবাদিপশু দিয়ে চাহিদা পূরণ করা হবে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নারায়ণ চন্দ্র বলেন, ‘কৃষকদের প্রণোদনা দিয়ে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর রপ্তানি করবে সরকার।’ তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভারত থেকে গরু না আনা ও গরুর উৎপাদন বৃদ্ধি করার জন্য একটি নীতি প্রণয়নের জন্য সরকারকে অনুরোধ করবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের কোরবানিতে ভারত গরু দেয়নি এবং আমরাও আনিনি। আমাদের দেশের খামারিরাই শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এ কারণে আমরা ভারত থেকে আর গরু না আনার এবং নিজেদের খামারিদের দিয়ে গরু উৎপাদনের উদ্যোগ নিয়েছি।’
গরু উৎপাদনে সরকার ও খামারিরা বিনিয়োগ করার পর যদি ভারত আবার গরু ছেড়ে দেয়, সে ক্ষেত্রে খামারিদের ক্ষতি হবে কি না—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতমুখিতা আমাদের পিছিয়ে দিয়েছে। আমরা ভারত থেকে আর গরু আনব না। আমরা আত্মনির্ভরশীল হওয়ার নীতি গ্রহণ করেছি।’