কিবরিয়া হত্যা মামলায় সংসদ সদস্যের সাক্ষ্যগ্রহণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে বাদী আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মজিদ খানের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এ সময় সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন।
একই সঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২১ ও ২২ অক্টোবর নির্ধারণ করেন আদালত।
কিবরিয়া হত্যার সময় সাক্ষী আবদুল মজিদ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, সাক্ষ্যগ্রহণের সময় এ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ এবং হরকাতুল জিহাদ (হুজি) সদস্য হাফিজ নাঈম আরিফ, বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিঠু ও দেলোয়ার হোসেন রিপনসহ মোট ১৩ আসামি উপস্থিত ছিলেন। তবে আরিফুল হক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।
প্রসঙ্গত, টানা নয়বার পেছানোর পর মোট ৩২ জনকে অভিযুক্ত করে গত ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। এ মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।