টাঙ্গাইলের দুটি আসনে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম ওই সব মনোনয়ন বাতিল করেন। ঋণ খেলাপির কারণে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়নপত্রও ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়। জেলার আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী জানান, এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি।