ময়মনসিংহে মেডিকেলে ভর্তীচ্ছুদের বিক্ষোভ
ময়মনসিংহে মেডিকেলে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ভর্তীচ্ছুরা ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে ফের পরীক্ষা গ্রহণের দাবি জানায়।
এ সময় বিক্ষোভ ঘিরে প্রচুর পুলিশের অবস্থান দেখা গেছে।