বললেন আইনমন্ত্রী
মনোনয়ন বাতিল নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অবান্তর
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়া নিয়ে দলটির করা পক্ষপাতিত্বের অভিযোগ অবান্তর।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া রেলস্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘এসব অভিযোগের জবাব ইলেকশন কমিশনই ঠিকমতো দিতে পারে। আমি এইটুকু বলতে পারি যে যেসব অভিযোগ করেছে, সেইগুলো অবান্তর। আর অভিযোগ সম্বন্ধে তাদের যদি কিছু বলার থাকে, আপিল করার সুযোগ তো আছে। আপিল তো তাঁরা করেছেন। আপিলে ইলেকশন কমিশন জবাব দেবে।’
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ভূঁইয়া কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।