শিক্ষকদের ক্লাসে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী
আন্দোলন বাদ দিয়ে শিক্ষকদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও অন্যান্য দাবি পূরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। এ কমিটি শিক্ষকদের দাবি-দাওয়াগুলো পর্যালোচনা করছে।’ এ কমিটির কার্যক্রমের ওপর আস্থা রাখার জন্য শিক্ষকদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী বলেন, ‘বেতন ও পদমর্যাদা নিয়ে শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সম্মানজনক সমাধান হবে, আশা করছি। এ বিষয়ে সরকারও আন্তরিক।’
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মেডিকেলে ভর্তি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।’
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে নির্ধারিত বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।
এ সংক্রান্ত দাবি দাওয়া পূরণের লক্ষ্যে গত ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেওয়া হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।