এমপি লিটনের বিরুদ্ধে মামলা, অস্ত্র জমা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু সৌরভের দুই পায়ে গুলি করার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাত আলী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে একমাত্র আসামি করা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) কারিবেল হাসানকে।
ওসি আরো জানান, এর আগে সংসদ সদস্য প্রতিনিধির মাধ্যমে তাঁর লাইসেন্স করা শটগান ও পিস্তল সুন্দরগঞ্জ থানায় জমা দেন।
গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক শিশু আহত হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।