এমপি লিটনের বিচার চাইলেন সুন্দরগঞ্জের মানুষ
গুলি করে শিশুকে আহত করার প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বাসিন্দারা। আজ রোববার মানববন্ধন করে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
গত শুক্রবার সকালে সংসদ সদস্য লিটনের গুলিতে আহত হয় শিশু শাহাদাত হোসেন সৌরভ। শাহাদাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার রাতে সংসদ সদস্য লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আহত শাহাদাতের বাবা সাজু মিয়া।
মানববন্ধনে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আবেদন থাকবে এ মামলাকে কেউ যেন প্রতিহত করতে না পারে। আইন আইনের গতিতে যেন চলে। ওনার (সংসদ সদস্য লিটন) যেন সুষ্ঠু তদন্ত করে বিচার হয়। এটাই আমাদের প্রত্যাশা।’
মানববন্ধনে উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘তাঁর (সংসদ সদস্য লিটন) কাছে দুটি অস্ত্র কেন থাকবে। সে মানুষকে মানুষ মনে করত না। আওয়ামী লীগের কর্মীকে কর্মী মনে করত না।’
মানববন্ধনে উপস্থিত সুন্দরগঞ্জের অন্য এক বাসিন্দা বলেন, ‘সংসদ সদস্যের কাছের অস্ত্র তো লাইসেন্স করা। কিন্তু তাঁর ষণ্ডাপাণ্ডাদের কাছে আমরা বহুদিন অস্ত্র দেখেছি। সে অস্ত্রগুলো গেল কোথায়? সেসব অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করেন।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ‘সাজু মিয়া নিজেই থানায় এসেছিলেন। সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন। সে অভিযোগের নিরিখে সুন্দরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়।’
মামলার আসামি ওই সংসদ সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে ওসি বলেন, ‘বিধি মোতাবেক গ্রেপ্তারের বিষয়টির কার্যক্রম চলছে।’