নাগরিক নিহতের ঘটনায় জাপানের ক্ষোভ
বাংলাদেশের মাটিতে নিজ দেশের নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাপান। আজ সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপান সরকারের প্রধান মুখপাত্র ও দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিডো সুগা তাঁদের ক্ষোভের কথা জানান।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বাংলাদেশের রংপুরে নিহত জাপানের নাগরিক হোশি কুনিওর পরিবারের প্রতি সমবেদনা জানান ইয়োশিহিডো সুগা। তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান।
টোকিওর সংবাদ সম্মেলনে ইয়োশিহিডো সুগা বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এটা মোটেই কাম্য নয়। ঘটনাটি যে ইসলামিক স্টেট ঘটিয়েছে, তা-ও তাদের দেওয়া বিবৃতির পর স্পষ্ট। স্থানীয় পুলিশ এ ঘটনার পর তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে অগ্রগতি জানতে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং তথ্য সংগ্রহ করছি।’
এদিকে এনটিভির রংপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার মাহিগঞ্জে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের কোনো মোটিভ তিন দিনেও জানাতে পারেনি তদন্তকারী সংস্থা। নিহত হোশি কুনিওর লাশ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
এ বিষয়ে রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত হত্যাকাণ্ডের মোটিভ বের হয়ে আসবে। বিদেশি হত্যার রহস্য উন্মোচনসহ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় রংপুর রেঞ্জের ডিআইজিকে প্রধান করে আন্তবাহিনীর পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করেছে। এদিকে, আটকদের কাছ থেকে কী ধরনের তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ।
চলতি সপ্তাহে শনিবার সকালে কাউনিয়া উপজেলার আলুপারী গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।