খুলনায় বই পড়ে পুরস্কার পেল ১,৭০৮ শিক্ষার্থী
বিশ্বসাহিত্য কেন্দ্রের ২০১৪ সালের দেশভিত্তিক বইপড়া কার্যক্রমে খুলনার এক হাজার ৭০৮ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। আজ শুক্রবার খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
খুলনার প্রতিটি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। আজ সকালে প্রথম পর্বে মহানগরের ২২টি স্কুলের এক হাজার ৭০৮ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। এদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ৬৪৮ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৬৪৫ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৩১৬ জন এবং সেরা পাঠক পুরস্কার পেয়েছে ৯৯ জন।
বিশ্বসাহিত্য কেন্দ্র এবং গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, করোনেশন স্কুলের প্রধান শিক্ষক লায়লা আরজুমান, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ার হোসেন, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ প্রমুখ।