দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি হত্যা : প্রধানমন্ত্রী
দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং উন্নয়নের গতি ব্যাহত করতেই পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ‘শেখ হাসিনা কমপ্লেক্স’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এতে পিলখানা ও অন্যান্য দুর্ঘটনায় সশস্ত্র বাহিনীর নিহত কর্মকর্তাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন তিনি।
urgentPhoto
শেখ হাসিনা বলেন, ‘রংপুরে জাপানের নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি তো নামাজও পড়তেন। অথচ তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি। এরই মধ্যে এ ঘটনার তদন্ত করে দোষী যারা, তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থার করার নির্দেশ দিয়েছি। এই ঘটনাগুলো দেখে মনে হয়, এটি কোনো দুর্ঘটনা নয়, খুব পরিকল্পিতভাবেই কোনো না কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।’
সরকারপ্রধান বলেন, ‘যখন আমরা একটা অর্জন করি বা বিদেশের দ্বারা প্রশংসিত হয়, তখন এমন একটা ঘটনা ঘটানো হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে এ ব্যাপারে আশ্বাস দিতে পারি, আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে এ ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। এ জন্য সবার সহযোগিতা চাই। আপনারা সব সময় সতর্ক থাকবেন।’
প্রধানমন্ত্রী বলেন, সরকারকে প্রতিনিয়ত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও যড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এবং তাতে যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হচ্ছে তা না হলে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি কয়েকগুণ বৃদ্ধি পেত। এর আগে তিনি সশস্ত্র বাহিনীর ৬৮ জন শহীদ কর্মকর্তার পরিবারের মধ্যে ৭৪টি ফ্ল্যাট হস্তান্তর করেন। রাজধানীর মিরপুর সেনানিবাসে একাডেমিক ভবন ও মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।