সরকার ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে : ফখরুল
ইতালি ও জাপানি নাগরিককে নৃশংসভাবে খুনের ঘটনার পর পরই সরকার এর সুষ্ঠু তদন্ত না করেই বিএনপিকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকার জন্য ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে।’urgentPhoto
আজ বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ তরিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কদিন পর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক হোশি কুনিওকে হত্যা করে একদল দুর্বৃত্ত। এসব হত্যাকাণ্ডের এখনো কোনো কিনারা করতে পারেনি সরকার।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুষ্ঠু তদন্ত ব্যতীত সরকার বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে।’
সম্প্রতি বিএনপিসহ জোটের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অসংখ্য মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অত্যন্ত অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। এটা নির্যাতন ছাড়া কিছু নয়। আমরা অবিলম্বে তাঁকে পিজি হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসে সুষ্ঠু চিকিৎসা এবং অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
‘বাংলাদেশে যে অসহনীয় রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসনের কোনো উদ্যোগ না নিয়ে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে একদলীয় শাসন পোক্ত করার এই অপচেষ্টা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, যা সমগ্র জাতিকে অনিশ্চয়তা, অস্থিরতা এবং গভীর সংকটে ফেলছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই অবস্থার নিরসনের জন্য গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান জানান।