দুই পক্ষের বিবাদ মিটেছে, ফেব্রুয়ারিতে ইজতেমা : স্বরাষ্ট্রমন্ত্রী
তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মিটেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে দুই পক্ষকে সাথে নিয়ে ইজতেমা করা হবে।’
তবে ইজতেমার আয়োজন এবং তারিখ নির্ধারণ বিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আজ দুই পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন মাওলানা ওয়াশেখ, আরেকটির নেতৃত্বে ছিলেন মাওলানা জুবায়ের। সেই সাথে দুই পক্ষের সবাই এখানে উপস্থিত ছিলেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। দুই পক্ষ একত্রে এ ইজতেমা করবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাওলানা সাদ ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ইজতেমা দুইবার নাকি একবারে সম্পন্ন হবে সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।’
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ঐক্যবদ্ধভাবে ইজতেমা হবে। দুই পক্ষের যে আলাদাভাবে হওয়ার কথা ছিল তা হচ্ছে না। এ বিষয়ে সারা দেশে যে গোলযোগ হচ্ছে তা কাম্য নয়।’