কুনিওকে সমাহিত করতে জাপান দূতাবাসের চিঠি
জাপানের নাগরিক হোশি কুনিওর মরদেহ সমাহিত করতে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে চিঠি দিয়েছে জাপান দূতাবাস। আজ বৃহস্পতিবার দুপুরে ই-মেইলে তাঁর কাছে চিঠিটি পাঠানো হয়।
জানতে চাইলে মেয়র সরফুদ্দিন আহমেদ এনটিভিকে বলেন, জাপান দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়, হোশি কুনিও গত ২৭ রোজার দিন রংপুর নগরীর মুন্সিপাড়ার কাদেরিয়া মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর নাম হয় মো. কিবরিয়া।
সরফুদ্দিন আহমেদ আরো জানান, হোশি কুনিও মুসলমান হয়েছেন জানতে পেরে এর আগেও জাপান দূতাবাস থেকে তাঁকে ফোন করা হয়েছিল। আজ সে বিষয়ে তাঁর কাছে চিঠি পাঠানো হলো।
রংপুর সিটি মেয়র জানান, কুনিও আদৌ মুসলমান হয়েছিলেন কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলে রংপুরে তাঁকে সমাহিত করা হবে।
গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।
ওই দিন সকালে নগরীর মুন্সিপাড়ার ৩১ নম্বর ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় আলুটারীতে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কাছ থেকে গুলি করে। গুলি তিনটি তাঁর বুক, পাঁজর ও হাতে লাগে।