মুজাহিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে বিশেষ সাক্ষাতের অনুমতি পেয়েছেন মুজাহিদ পরিবারের সদস্যরা। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে মুজাহিদপুত্র আলী আহমদ মাবরুরসহ পরিবারের পাঁচজন সদস্য দেখা করার অনুমতি পেয়েছেন।
এ বিষয়ে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
ছেলে মাবরুর এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বাবার সঙ্গে কারাগারে দেখা করতে কারা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের আগামীকাল সকাল ১১টায় সময় দিয়েছেন দেখা করার জন্য।’ এর আগে গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করেন বলে জানান।
মাবরুর আরো বলেন, ‘যেহেতু বাবার মামলায় আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়েছে, এবার রিভিউ করার বিষয়। এ জন্য আইনজীবীরা বাবার সঙ্গে দেখাও করেছেন। এবার আমরা বাবার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করেন। সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। তবে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল তাঁকে তিনটিতে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিল বিভাগ শুধু ষষ্ঠ অভিযোগে অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।