ডাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে : তোফায়েল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্দ্রেীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার সন্ধ্যায় ‘গণঅভ্যুত্থানের ৫০ বছর স্মরণে’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচনের দিন ঠিক হয়েছে। আমি সেদিন ঘুরতে এসে দেখলাম নির্বাচনের পরিবেশও তৈরি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে। আর যারা ভিপি হবে তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে হলেও ডাকসু নির্বাচন হচ্ছে। যারা ছাত্র সংসদের নেতা হয় তারা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু না জন্মালে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাকিস্তানি জুলুমদের শোসন থেকে বাঙালি জাতি মুক্তিলাভ করতে পারত না। বাঙালি জাতির মুক্তির জন্য অনেক জেল জুলুম সহ্য করেছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দুইটি ইচ্ছা ছিল। তা হলো- বাংলাদেশকে স্বাধীন করা এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়া। একটা তিনি করে গেছেন। আরেকটা পারেননি। কিন্তু তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সভাপতি সনজিত চন্দ্র দাস এতে সভাপতিত্ব করেন।