প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভাইরাসে রূপ নিয়েছে : আনু মুহাম্মদ
শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনা গত কয়েক বছরে ভাইরাসের আকার নিয়েছে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সংহতি সমাবেশে আনু মুহাম্মদ এ কথা বলেন। সংহতি সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীসহ অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সমাবেশে পুনরায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস এ ঘটনাটা গত কয়েক বছরে একটা ভাইরাসের আকার নিয়েছে। দায়ী ব্যক্তিরা এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে বর্তমান সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানাই। খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করে পুরো প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে পরিষ্কার রিপোর্ট দিয়ে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জাল ছড়িয়ে রেখেছে একটি চক্র, যাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রেও সরকারের অনীহা কেন, সে ব্যাখ্যা দাবি করেন বিশিষ্টজনরা। এ অবস্থায় অবিলম্বে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা বাতিল করে, গ্রহণযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি করা হয়।
আগামীকাল শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।