মহিলা দেশ চালালে মুক্তিযোদ্ধারা পেছনে থাকবে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘এমনই হয়, রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে দেশের বাদশা হবে মহিলা সে দেশে অবশ্যই আল্লাহর গজব পড়বে। আমি কাদের সিদ্দিকী বলছি, যে দেশ মহিলা চালায়, সেই দেশের মুক্তিযোদ্ধারা ওই রকমই পেছনে থাকবে।’
urgentPhoto
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন।
স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী আরো বলেন, ‘এবারের কালিহাতীর নির্বাচনে (উপনির্বাচন), আমি যদি রাজনীতি সম্পর্কে বুঝে থাকি, আমি যদি সারা জীবন আল্লাহ-রসুলের ধ্যানে নিজেকে ব্যয় করে থাকি, তাহলে এবার নৌকা মার্কা (আওয়ামী লীগের দলীয় প্রতীক) পাঁচ শতাংশ ভোটও পাবে না। আমি খালি দোয়া চাই তোমাদের, ভালোবাসা চাই।’ এই নির্বাচনে ভোট চুরি হলে সরকারকে চুরির খেতাব দেওয়া হবে বলে জানান কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী আরো বলেন, ‘কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম হয়েছে সখীপুরে। তাই কালিহাতীর নির্বাচনে অংশ নিতে সখীপুরবাসীর অনুমতির জন্য আমি সমাবেশের আয়োজন করেছি।’
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, জুলফিকার শামীম প্রমুখ।