‘পরজীবী’ মন্ত্রী ঐক্যের ক্ষেত্র ধ্বংস করছেন
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও একজন ‘পরজীবী’ মন্ত্রী জাতীয় ঐক্যের ক্ষেত্র ধ্বংস করছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
urgentPhoto
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলেন, জাতীয় ঐক্যের আহ্বান সম্পর্কে যাঁরা সমালোচনা করছেন, তাঁরাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি আরো বলেন, একজন মন্ত্রী তাঁর নিজের ডোমেইন বা ক্ষেত্রের বাইরে গিয়ে জাতীয় ঐক্য হবে কি হবে না, জাতীয় ঐক্যের প্রশ্ন আসে কি আসে না বা এই মুহূর্তে জাতীয় ঐক্যের কতটা প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলছেন।
বিএনপির এ নেতা বলেন, জাতীয় ঐক্যের মতো বিষয়গুলো যখন সরকারের শীর্ষ পর্যায় থেকে বিবেচনার বিষয় এবং সমস্ত দল-মত-শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব যখন সরকারের, তখন সে ঐক্যবদ্ধতাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, সে জন্য উঠেপড়ে লেগেছেন সরকারের দুই মন্ত্রী।
নয়া পল্টনের এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী আইনজীবী সানাউল্লাহ মিয়া, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।