একটি শিশুও যেন রাস্তায় না ঘোরে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি শিশুও যেন রাস্তায় না ঘোরে এবং তারা যেন সঠিক সেবা পেয়ে স্কুলে যেতে পারে তা নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
আজ রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে শেখ রাসেল জাদুঘরের উদ্বোধন করেন। দুই শিশুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ অবস্থায় কোনো শিশু খাবারের জন্য রাস্তায় ঘুরে বেড়াবে তা মেনে নেওয়া যায় না।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের স্কুলে ভর্তির জন্য কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না। এ সময় তিনি বলেন, মহানগরগুলোতে শিশুরা ফার্মের মুরগির মতো বেড়ে উঠছে।
শেখ হাসিনা বলেন, সব বাড়ি ও স্থাপনায় শিশুদের খেলার জায়গা রাখতে হবে। শিশুদের সঠিক প্রতিভা বিকাশের জন্য সব জেলার শিশু একাডেমি যেন ভালোভাবে কাজ করে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, কোনোভাবেই শিশুদের স্কুলে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া যাবে না।