খুনিদের বিচার করব : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা বিদেশিদের খুন করেছে, খুনি যেই হোক, তাঁকে আমরা খুঁজে বের করবোই। আমরা তার বিচার করব। কারণ বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করবে আর তাদের আমরা ছেড়ে দেব এটা কিন্তু না।
মঙ্গলবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পদক চ্যাম্পিয়ন্স অব দি আর্থ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইসিটি) পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনার আয়োজন করে এফবিসিসিআই।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারকে ব্যবসাবান্ধব উল্লেখ করে বলেন, ‘যখন বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে তখন ইচ্ছা করে দেশের ভেতর নাশকতা তৈরি করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে অনেক খবর আছে যে কী কী অপকর্ম করা হচ্ছে। যখন মানুষ পুড়িয়ে জ্বালিয়ে কিছুই হলো না। এখন দেখি বিএনপি নেত্রী বিদেশে বসে বাংলাদেশে বিদেশি হত্যার এক ষড়যন্ত্র করছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘যারা খুন করেছে, খুনি যেই হোক, তাঁকে আমরা খুঁজে বের করবোই। আমরা তার বিচার করব। কারণ বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করবে আর তাদের আমরা ছেড়ে দেব এটা কিন্তু না। আর সে যেই হোক অন্যায় যে করবে, এই জঙ্গিবাদী, সন্ত্রাস এদের যারা মদদ দিবে, এদের সাথে যারা থাকবে, যারা এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।’
পরিবেশ রক্ষায় ব্যবসায়ীদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জমিটা চিহ্নিত করার জন্য এ সময় বনায়নটা ঠিক থাকে কি না, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, জলাভূমিগুলো নষ্ট হচ্ছে কি না, বিশেষকরে এ প্রাকৃতিক পরিবেশটা— সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবেন, এটা আমার অনুরোধ।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।