‘ধর্মমন্ত্রীর পরামর্শে’ হজে অনিয়ম
হজে নিম্নমানের বাড়ি ভাড়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ এসব অনিয়ম করেছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এসব অনিয়ম ধর্মমন্ত্রীর পরামর্শেই হয়েছে বলে দাবি ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসানের।
এ বিষয়ে ধর্মসচিব বলেন, ‘বাড়িভাড়ার বিষয়টি নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছেন জামাল সাহেব। ইনচার্জ মিনিস্টার যদি অনেক কিছু করে ফেলেন সেখানে আমাদের কোনো কিছু বলার থাকে না।’
এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে মক্কায় অবস্থানরত হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, সব কিছু নিয়ম মেনেই হয়েছে।
জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘পাঁচ হাজার লোকের অ্যাকোমোডেশন ধারণক্ষমতা আছে কোথাও? অনলি ওয়ান মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি এখানে সৌদি আরব নেমেছি। নামার পর সাড়ে তিন হাজার হাজি এক রাতে গ্রহণ করেছি।’
এদিকে এ অনিয়মের অভিযোগে হাব সদস্যদের নিয়ে গঠিত মন্ত্রণালয়ের কমিটি ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
এ বিষয়ে কমিটির সদস্য আবদুল করিম খান জামান বলেন, ‘হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন সাহেব চার কিলোমিটার দূরে পাহাড়ের ওপর নরমাল বাড়ি ভাড়া করেছেন। কম রেটে ভাড়া করে বেশি রেট প্রদর্শন করে ভাড়া নিয়ে নিয়েছেন।’
শেষ মুহূর্তে এবার হজে যান পাঁচ হাজার হজযাত্রী। এ পাঁচ হাজার মুসল্লির বাড়িভাড়া নিয়ে নানা অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার এসব কথা বলেন ধর্মসচিব।