দেশের জনগণ জঙ্গিদের প্রশ্রয় দেয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের দেশের জনগণ কোনোদিনই জঙ্গি, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না।’
আজ শুক্রবার মগবাজারের নয়াটোলায় বায়তুল হাসান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিদেশের জঙ্গি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশের মাটিতে যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলো নিয়ন্ত্রন করতে হলে তাদের আরো বেশি অভিজ্ঞ হতে হবে।’
এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজধানীতে যানজট একটি প্রকট আকার ধারণ করেছে। কোনভাবেই এই যানজট নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।’ যানজট নিয়ন্ত্রন ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট সবকটি সংস্থা কাজ করছে বলে জানান মন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেইফ সিটি প্রোগ্রামের মাধ্যমে পুরো ঢাকার যানজটসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে কাজ করা হচ্ছে।’