বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও মনিপুরিপাড়ায় নিজ বাসায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।
আর যারা অস্ত্রসহ বিমানবন্দরের স্ক্যানারে বাধাপ্রাপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ভুলক্রমে যারা লাইসেন্স করা পিস্তল নিয়ে গিয়েছিলেন তারাও কিন্তু ধরা পড়েছেন। তারাও শাস্তির মুখোমুখি হচ্ছেন। আমাদের গোয়েন্দা বাহিনীর সুপারিশ অনুযায়ী আমরা এ ব্যবস্থা আরো জোরদার করব, যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে।
ভবিষ্যৎপ্রজন্ম যাতে মাদকে আসক্ত হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের ওপর বিশেষ নজর রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আহ্বান জানান মন্ত্রী।