কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রীর আপিল
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরীন কাদের সিদ্দিকী। ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় ওই দুজনের আপিল কমিশনের আইন শাখায় জমা দেওয়া হয়। উভয়ের পক্ষে আপিল জমা দেন আইনজীবী মো রফিকুল ইসলাম।
আগামী রোববার সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ আপিলগুলোর শুনানি হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রথমে মন্ত্রিসভা, পরে দল থেকে বহিষ্কার করা হয় কাদের সিদ্দিকীর ভাই টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে। ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলে তাঁর আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ওই আসনে উপনির্বাচনে কাদের সিদ্দিকী, তাঁর স্ত্রী ও তাঁদের দল কৃষক শ্রমিক জনতা লীগের চারজনসহ ১০ জন গত ১১ অক্টোবর মনোনয়নপত্র জমা। দুদিন পর মনোনয়নপত্র বাছাই শেষে কাদের সিদ্দিকী, তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির মোস্তাক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীমের মনোনয়নপত্র বাতিল করা হয়। হাসমত আলী নামের একজনের মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট নেওয়া হবে আগামী ১০ নভেম্বর।