শ্রমিক নিরাপত্তার অনেক অগ্রগতি হয়েছে : মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে গত আড়াই বছরে বেশ সক্ষমতা অর্জন করেছে। বিশেষত শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তবে অনেক কাজ এখনো বাকি রয়েছে।
আজ শুক্রবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেডে শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ‘আমরা আজ এখানে দেখতে আসছি বাংলাদেশের শ্রমিকরা এবং তাদের শিশুরা কীভাবে জীবনযাপন করছে। আমার দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিষ্টভাবে দেখতে পাচ্ছে যে, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে এবং তারা একত্রিত হতে পারছে।’
রাষ্ট্রদূত এ সময় আরো বলেন, বৈশ্বিক ক্রেতারাও জানে যে, কীভাবে একজন শ্রমিক কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনই সহজ নয়।
নাসরিন রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট শিল্পপার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, তানভীর জেড রশিদ, রুমানা রশিদ, আওলাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মকর্তাদের যে সমস্ত সন্তান নার্সারি থেকে কলেজ পর্যন্ত অধ্যয়ন করছে, তাদের মধ্যে থেকে ১১৩ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।