দেশব্যাপী ১৪ দলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতালের মধ্যে নিহতদের জন্য দেশব্যাপী গায়েবানা জানাজা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
মুহাম্মদ আবু তৈয়ব (খুলনা) : বেলা ১১টায় নগরীর হাদিস পার্কে জানাজায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, জাসদের রফিকুল ইসলামসহ ১৪ দলের নেতারা। জানাজা পড়িয়েছেন মাওলানা রফিকুল ইসলাম।
শাহজাহান সিরাজ মিঠু (জয়পুরহাট) : জুমার নামাজ শেষে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দুদু ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী।
ফারুক আহমেদ পিনু (কুষ্টিয়া) : জুমার নামাজের পর শহরের বড় মসজিদে অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি হাজি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা। নামাজ শেষে সহিংসতায় নিহত ও দগ্ধদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে এই গায়েবানা জানাজা হয়েছে।
হালিম খান (নাটোর) : জুমার নামাজ শেষে শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজায় সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও শফিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আসাদুর রহমান জয় (নওগাঁ) : নওগাঁ নওজওয়ান মাঠে অনুষ্ঠিত জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মালেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নওজওয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।
শহীদুল হুদা অলক (চাঁপাইনবাবগঞ্জ) : বিকেলে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডলসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
অসীম মণ্ডল (সিরাজগঞ্জ) : জুমার নামাজের পর শহরের পৌর রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জানাজা হয়। এর আগে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসানসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ ছাড়া বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, তাড়াশ, কাজীপুরসহ বিভিন্ন উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
হাবিবুর রহমান খান (চাঁদপুর) : জুমার নামাজের পর শহরের বাসস্ট্যান্ডের গোর-এ গরিবা মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা সরোয়ার হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সহসভাপতি জহিরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
হারুনুর রশিদ চৌধুরী (হবিগঞ্জ) : জেলা আওয়ামী লীগের উদ্যোগে জুমার নামাজের পর কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আবু জাহির, সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, শরীফ উল্লাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম প্রমুখ। জানাজায় ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী।
আখতার শাহীন (বরিশাল) : জুমার নামাজের পর নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ ১৪ দলের উদ্যোগে জানাজা হয়। এতে অংশ নেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী, লস্কর নূরুল হক, আনিস উদ্দিন শহীদ, নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।