সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি হবে আগামী ২ নভেম্বর। আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন নির্ধারণ করেন।urgentPhoto
এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাকা ও মুজাহিদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন।
আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘চেম্বার বিচারপতি সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুটি আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আগামী ২ নভ্ম্বের শুনানির জন্য কার্যতালিকায় আসবে। তবে আমরা বলেছি, আমাদের সময় প্রয়োজন। দেড় মাস পর সুপ্রিম কোর্ট খুলবে। হাজার হাজার নিয়মিত মামলার শুনানির জন্য কার্যতালিকায় থাকবে। এ মামলা শুরু করলে নিয়মিত মামলার শুনানি করতে পারবেন না। এতে হাজার বিচারপ্রার্থী ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা ওই দিন সময় আবেদন করব।’
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য হয়েছে। তবে আমরা মুজাহিদের রিভিউ আবেদনটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন করেছি।’ তিনি বলেন, ‘এ মামলার বিচারের সময় সাকা চৌধুরীর পক্ষে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। আর এগুলো যাচাই-বাছাই করে ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ বিচার করেছেন।
তবে এখন তারা আটজন সাক্ষীর যে আবেদন করেছে, তা আদালত সিদ্ধান্ত নেবেন কী করবেন।’ গতকাল সোমবার সাফাই সাক্ষী হিসেবে পাকিস্তানের পাঁচ নাগরিকসহ আটজনের সাক্ষ্যগ্রহণ করতে সাকার পক্ষে আবেদন করেন তাঁর আইনজীবীরা।
গত ১৫ অক্টোবর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে রিভিউ শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। এর আগের দিন সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে আলাদাভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তাঁদের আইনজীবীরা।
গত ৩০ সেপ্টেম্বর এ দুজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে অনুযায়ী সময় শেষ হয়ে যাওয়ার একদিন আগেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ। এ আবেদন খারিজ হয়ে গেলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।
গত ২৯ জুলাই মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ছাড়া ১৬ জুন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।