নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া মৌচাক ও শিমরাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাগর (২৫), যাত্রী মন্টু মিয়া (৪০) ও পথচারী মমিনুল ইসলাম (৪৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায়, চালক সাগর ও যাত্রী মন্টু মিয়াসহ চারজন। নিহত সাগর ও মন্টুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।
অপর দিকে সকাল পৌনে ১০টায় মৌচাক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক পথচারীর মৃত্যু হয়। এর আগে গভীর রাতে শিমরাইল ট্রাকস্ট্যান্ডে ট্রাকের চাপায় মমিনুল ইসলাম নামে এক ট্রাকমালিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা।
ওসি আলমগীর জানান, পুলিশ নিহত ছয়জনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।