শুভ বিজয়া
পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার শেষ দিন শুভ বিজয়া দশমী আজ বৃহস্পতিবার। তবে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।
বিভিন্ন আচারের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় উদযাপন করছে তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী ও দশমী। চন্দ্রের নবমী তিথিতে পালন করা হয় নবমী পূজা। শাস্ত্র অনুযায়ী, নবমীতে শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর পূজা হয়। শঙ্খ, কাঁসার ঘণ্টা, ঢাক-ঢোল বাজিয়ে, উলুধ্বনি দিয়ে সকালে দশভূজা দুর্গার আরাধনা করা হয়েছে।
এ বছর নবমী ও দশমী তিথি একই দিন থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা শেষ করা হচ্ছে এবং বৃহস্পতিবারই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের আনন্দ-উল্লাস আর বিজয়ের অশ্রু।
তবে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও দর্শনার্থীরা সারা দিন রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যাবেন। কারণ, আজ বিজয়া দশমী হলেও পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।
জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে কৈলাস থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি-মারামারি বাড়বে। অন্যদিকে কৈলাসে (স্বর্গে) বিদায় নেবেন দোলায় চড়ে। যার ফলে জগতে মড়কব্যাধি ও প্রাণহানির মতো ঘটনা বাড়বে।
গত সোমবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের এ উৎসব। এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।