সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের দাম ঠিক রাখতে সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীতে পরিমিত ক্রয় ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
প্রতিবছরই রমজানের শুরুতে চাহিদা বাড়ায়, বাজারে কিছু পণ্যের দামও বেড়ে যায়। তাই রোজার সময় ভোক্তাদের পরিমিত ক্রয়ে উদ্বুদ্ধ করতে দোকান মালিক সমিতির এই ক্যাম্পেইন, যাতে ব্যবসায়ী নেতারা এ মাসে বাজার সহনীয় রাখতে সব পর্যায়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। যেসব ব্যবসায়ী পণ্যের দাম নিয়ে কারসাজি করে এবং খাদ্যে ভেজাল দেয়, তাদের বিরুদ্ধে শক্ত আইন করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্ক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশের যেখানেই চাঁদাবাজির অভিযোগ আসবে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে বলে জানান তিনি।
ব্যবসায়ীদের আরো সাহসী হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আপনারা পণ্য আনা-নেওয়ার সময় যখনই চাঁদাবাজির শিকার হবেন, তখনই পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ করবেন। আপনাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’