‘মঈন-সোহেলকে বিদেশি হত্যায় জড়ানোর চক্রান্ত হচ্ছে’
দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপি নেতা ড. আবদুল মঈন খান ও হাবীব-উন-নবী খান সোহেলকে জড়ানোর চক্রান্ত হচ্ছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
হান্নান শাহ বলেন, ‘সরকার বিভিন্ন মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে রাজনৈতিক বিরোধী পক্ষকে কোণঠাসা করতেই বিএনপি নেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে আর উদোর পিণ্ডি চাপাতে চাইছে বুধোর ঘাড়ে।’ দেশের মানুষ স্বস্তিতে নেই উল্লেখ করে হান্নান শাহ দেশকে টেনশনমুক্ত করতেও সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, ‘এখনো শুনতে পাচ্ছি যে বিদেশিদের হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল সাহেবকে ও জনাব মঈন খানের নাম দেওয়ার চেষ্টা করছে। দেশিরা নিরাপদ না, বিদেশিরা নিরাপদ না, আজ পুলিশ বাহিনীর সদস্য নিরাপদ না। তাহলে আপনারা কি মনে করেন, হিংসা ছড়িয়ে দিয়ে আপনারা সুখে-শান্তিতে থাকবেন? ইতিহাস সেটা বলে না।’ মঈন খান বিএনপির স্থায়ী কমিটির ও সোহেল দলের ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইতালির নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে। এর পর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এই ইতালির নাগরিক আইসিসিও নামে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ ঘটনার পাঁচ দিনের মাথায় রংপুর সদরের মাহিগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোশি কুনিও নামের এক জাপানি নাগরিক নিহত হন।