‘হোসনি দালানে হামলা দেশি-বিদেশি চক্রান্ত’
শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরণের ঘটনার জন্য দেশি-বিদেশি চক্রকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশিয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। আমরা আমাদের যত ধরনের গোয়েন্দা তৎপরতা বলেন, পুলিশি তৎপরতা বলেন, আমাদের যতকিছু আছে...আমরা সর্বশক্তি দিয়ে এটাকে বের করব।’
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে মোহররমের রাতে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা পুরান ঢাকার হোসনি দালনে রাতভর প্রস্তুতি নেয়। এই উপলক্ষে পুরো এলাকায় বিরাজ করে সাজসাজ রব। এ অবস্থায় রাত ২টার কিছু পরে হোসনি দালান থেকে একটি মিছিল বের হওয়ার প্রস্তুতি নেয়। আর তাতে শামিল হতে সেখানে হাজির ছিল শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় কয়েক হাজার মানুষ। এ সময় হঠাৎ বিকট শব্দে একে একে তিনটি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। অ্যাম্বুলেন্স, পুলিশের ভ্যান বা রিকশা যে যেভাবে পেরেছেন আহতদের নিয়ে যায় হাসপাতালে ।
নিহত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন সানজু। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত ব্যক্তিদের ঢামেক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ (মিটফোর্ড) স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করতেই শিয়া সম্প্রদায়ের মানুষ ১০ মোহররম তাজিয়া মিছিল করে। তাজিয়া শব্দের অর্থ শোক বা সমবেদনা।