হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি মঙ্গলবার
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের শুনানি আগামী মঙ্গলবার। আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন কমিশন এ আবেদন করলে শুনানির জন্য এ দিন ধার্য করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে আগামী মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২১ অক্টোবর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর মনোনয়নপত্র কেন বৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এর পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতেও বলা হয়। রুলে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়।
গত ২০ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন কাদের সিদ্দিকী। রিট আবেদনে বলা হয়, ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা অবৈধ। কেননা, ব্যাংক কর্তৃপক্ষ পুনঃতফসিল করায় কাদের তিনি ঋণখেলাপির অন্তর্ভুক্ত হননি।
এর আগে ১৩ অক্টোবর ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের সংসদ সদস্য ছিলেন কাদের সিদ্দিকীর ভাই ও সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী। নিউইয়র্কের এক অনুষ্ঠানে হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় সংসদ সদস্যপদ ছাড়তে হয় তাঁকে।